এমন একটা মনখারাপের বিকাল চাই,
যে বিকেলে শব্দেরা এসে ভীড় করবে আমার কলমে।
যখন শূন্যতা এসে গ্রাস করবে আমার হৃদয়ে,
দিগন্তের পানে চেয়ে ফেলে আসা জীবনের স্মৃতি রোমন্থনে ব্যস্ত থাকবো আমি।
যে বিকেলে বিষণ্নতা গুলো একে একে এসে আমাকে ঝাপসা অগোছালো করে দেবে।
তেমনি একটা মন খারাপের বিকেল চাই।
এমন একটা মনখারাপের বিকেল প্রয়োজন
যে বিকেলে পশ্চিম আকাশের দিকে চেয়ে নিজের ব্যর্থতা সফলতার হিসেব কষতে বসবো একাকী।
যে বিকেলে আকাশের রঙে মিশে থাকবে নির্মলতা স্নিগ্ধতা।
নিজের ভাবনা- কল্পনাগুলোকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো আকাশের রঙের সাথে।
কিংবা নিজেকে বিলীন করে দেব তার অন্তে।
ঠিক তেমনি একটা মনখারাপের বিকেলের খুব প্রয়োজন।
এমনি একটা মন খারাপের বিকেল চাই,
যে বিকেলে কারোর ছেড়ে যাওয়া পথের দিকে একদৃষ্টে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনবো।
সারাদিন কাজ করে বাড়ি ফেরা ক্লান্ত মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে তাদের যন্ত্রণা গুলোকে অনুভব করার চেষ্টা করব।
যে বিকেলে নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়বে।
ঠিক তেমনি একটা মন খারাপের বিকেল চাই।।
কলমে~ মধুসূদন দাস
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং মধুসূদন দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।