স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-1427
শুভ নববর্ষের কবিতা চতুর্থ পর্ব
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
"হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি
পুঞ্জ পুঞ্জ রূপে" ------ রবীন্দ্রনাথ ঠাকুর
দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গড়িয়ে আসে শুভ নববর্ষ। চৈত্রের অবসানে বর্ষ হয় শেষ। আসে নতুন বছর নতুন বেশে। নতুন সাজে। আঁধার রাতি শেষ হয়ে ভোর হয়ে আসে। পূরবে উদিত হয় প্রভাতের অরুণিমা রবি। নতুন দিনের সূর্য। প্রভাত পাখিদের কণ্ঠে ঘোষিত হয় নববর্ষের আগমনী গীতি।
বর্তমান নববর্ষে সবাই যখন গৃহের কোণে বন্দী, ঘরে ঘরে শুরু হোক নতুন করে বর্ষবরণ-১৪২৭।
নব আনন্দে জাগো আজি, বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে, আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন এসো নবসাজে।
<< <> শুভ নববর্ষ <> >>
এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।
” এসো হে বৈশাখ এসো এসো …” সবার প্রিয় কবির এই বিখ্যাত গানের মাধ্যমে বাংলায় বরণ করে নেওয়া হয় নববর্ষকে ।
একটু আলো আর একটু আঁধার,
বাতাস নদীর বুকে দিচ্ছে সাঁতার।
কিছু দুঃখ কিছু আনন্দ আর কিছু সুখ,
সবচেয়ে সুন্দর হলো এই বাংলার মুখ।
বাংলা শুভ নববর্ষের পদার্পণে,
জাগুক নব আশা সবার প্রাণে।
*** শুভ নববর্ষ ***
নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে। আসুক এবার নতুন সকাল, কিছু কথা আর কিছু গান।
কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। বৈশাখের দাবদাহে আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন
উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
নববর্ষের আলোকে আমার কবিতা
নববর্ষের কবিতা চতুর্থ পর্ব
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী
পূবেতে উঠিল প্রভাতের রবি
প্রভাত পাখিরা গায়,
কুসুম কাননে ফুল বনে বনে
গুঞ্জরি অলিরা ধায়।
রাঙাপথে দেখি গাভী ও বাছুর
রাখাল না যায় মাঠে,
মাঝি ঘাটে নাই বন্দী আছে ঘরে
যায় না অজয়ের ঘাটে।
নতুন বছরে বন্দী সবে ঘরে
দিন কাটে কোন মতে,
লক ডাউন তাই দিকে দিকে
লোক নাহি চলে পথে।
অজয়ের পাড়ে হেরি বালুচরে
বক উড়ে সারি সারি,
স্নান সেরে বধূ কাঁখেতে কলসী
জল নিয়ে চলে বাড়ি।
সাঁঝের বেলায় নির্জন এ গাঁয়ে
থেমে গেছে হাঁকডাক।
ধূপ দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে
বধূরা বাজায় শাঁখ।
বাঁশবনে পরে চাঁদ উঠে দূরে
জোছনার রাশি হাসে,
দিন কেটে যায় রাতি ভোর হয়
নতুন দিবস আসে।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।