তবে কি আমি শিশু নই?
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : মুসকান ডালিয়া
দেশ : India , শহর : Dankuni

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৬ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ১২৫৫২ জন পড়েছেন।
Muskan Dalia
(আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস।) 
---
তবে আমি কি শিশু নই?
মুসকান ডালিয়া। 
--- 
ছোট্ট ছোট্ট দুটি হাতে লাল ফোসা। গায়ের ফর্সা টুকটুকে রঙটা তামাটে মলিন। সাদামাটা হোটেলের কিচেনের পাশের কলতলা জুড়ে ডাঁই করা বাসনপত্র। ছোট্ট দুটি হাতে ধুয়ে ধুয়ে হাত সাদা খরখরে। কবেই হারিয়ে ফেলেছে শিশুসুলভ কোমলতা। চোখে অকাল শ্রাবণের বৃষ্টি। 
--"এই রাজা এদিকে আয়। ভাতের গামলাটা ওইদিকের টেবিলে রাখ।"
মালিক কাকার কথায় চোখ মুছে নেয় ছয় বছরের রাজা। ভাতের  গামলা তুলে নেয় ছোট্ট হাতে। গরম ভাতের গন্ধে খিদে দ্বিগুণ হয়। কিন্তু খাবার উপায় কই,? বাপটা মদ গিলে বমি করে উল্টে পড়ে আছে বস্তির কোন দোরগোড়ায়। রুগ্ন মা, ছোট্ট বোনটিকে কোলে করে কাজ করছে বাবুর বাড়ি। বোনটার জ্বর, ওষুধ কেনার পয়সা নেই। তাই অভাবী মায়ের রাজা ছেলেটা কাজে লেগেছে অনামী হোটেলে। নরম দুটো হাতে ছাল উঠেছে কাজের তরে। ভাতের খিদের জল ঢেলে জলচোখে এগিয়ে যায় রাজা। 
মালিকের টিভিতে দুর থেকে দেখছে - আজ শিশুশ্রম বিরোধী দিবস। এ ভাষা বোঝেনি রাজা। খেতে আসা একজন বললেন - শিশুদের নাকি কাজ করতে নেই। ওদেএ পড়তে দিতে হবে, খেলতে দিতে হবে। পেটের ভাত আর পরনের কাপড় দিতে হবে। 
কিন্তু দেবে কে? 
আর তাকে কেউ দেয়নি ই বা কেন? 
তবে কি আমি শিশু নই? ছলছল কান্নায় আবছা চোখে নিজেকেই প্রশ্ন করে রাজা।
উত্তর নেই। এর উত্তর হয়ওনা।
হাতের পিঠে চোখ মুছে কাজে মন দেয় রাজা।
(১২জুন, ২০২০.
শুক্রবার। দুপুর -২-১৫)
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 4  France : 1  Germany : 2  India : 108  Ireland : 2  Norway : 1  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 7  
Sweden : 12  Ukraine : 7  United Kingdom : 5  United States : 125  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 4  France : 1  Germany : 2  
India : 108  Ireland : 2  Norway : 1  Romania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 7  Sweden : 12  Ukraine : 7  
United Kingdom : 5  United States : 125  
লেখিকা পরিচিতি -
                          মুসকান ডালিয়া ১৯শে নভেম্বর জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ এবং দুই সন্তানের জননী। এইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। লেখালেখি তাঁর ভীষণ প্রিয়, তাঁর লেখার চেষ্টা সেই ছোট্ট বয়স থেকে। স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি কনে সাজানো আর ঘর সাজানোর শখ রাখেন।

-"যদি প্রেরণা দাও, এক আকাশ গল্প লিখতে পারি।
সাহিত্য তোমাকে যে ভালবাসি ভারি।" 
                          
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তবে কি আমি শিশু নই? by Muskan Dalia is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৮৬৫৫২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী