(আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস।)
---
তবে আমি কি শিশু নই?
মুসকান ডালিয়া।
---
ছোট্ট ছোট্ট দুটি হাতে লাল ফোসা। গায়ের ফর্সা টুকটুকে রঙটা তামাটে মলিন। সাদামাটা হোটেলের কিচেনের পাশের কলতলা জুড়ে ডাঁই করা বাসনপত্র। ছোট্ট দুটি হাতে ধুয়ে ধুয়ে হাত সাদা খরখরে। কবেই হারিয়ে ফেলেছে শিশুসুলভ কোমলতা। চোখে অকাল শ্রাবণের বৃষ্টি।
--"এই রাজা এদিকে আয়। ভাতের গামলাটা ওইদিকের টেবিলে রাখ।"
মালিক কাকার কথায় চোখ মুছে নেয় ছয় বছরের রাজা। ভাতের গামলা তুলে নেয় ছোট্ট হাতে। গরম ভাতের গন্ধে খিদে দ্বিগুণ হয়। কিন্তু খাবার উপায় কই,? বাপটা মদ গিলে বমি করে উল্টে পড়ে আছে বস্তির কোন দোরগোড়ায়। রুগ্ন মা, ছোট্ট বোনটিকে কোলে করে কাজ করছে বাবুর বাড়ি। বোনটার জ্বর, ওষুধ কেনার পয়সা নেই। তাই অভাবী মায়ের রাজা ছেলেটা কাজে লেগেছে অনামী হোটেলে। নরম দুটো হাতে ছাল উঠেছে কাজের তরে। ভাতের খিদের জল ঢেলে জলচোখে এগিয়ে যায় রাজা।
মালিকের টিভিতে দুর থেকে দেখছে - আজ শিশুশ্রম বিরোধী দিবস। এ ভাষা বোঝেনি রাজা। খেতে আসা একজন বললেন - শিশুদের নাকি কাজ করতে নেই। ওদেএ পড়তে দিতে হবে, খেলতে দিতে হবে। পেটের ভাত আর পরনের কাপড় দিতে হবে।
কিন্তু দেবে কে?
আর তাকে কেউ দেয়নি ই বা কেন?
তবে কি আমি শিশু নই? ছলছল কান্নায় আবছা চোখে নিজেকেই প্রশ্ন করে রাজা।
উত্তর নেই। এর উত্তর হয়ওনা।
হাতের পিঠে চোখ মুছে কাজে মন দেয় রাজা।
(১২জুন, ২০২০.
শুক্রবার। দুপুর -২-১৫)
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।