জীবনানন্দ এর প্রতি
কৃষ্ণেন্দু মজুমদার
এখনও জেগে আছে সাতটি তারা বাংলার আকাশে,
কবিতা কে ভালোবেসে একা আছে হেমন্তের রাত।
এখনও হাজার বছর খেলা করে সন্ধ্যার বাতাসে,
বসন্তে সুচেতনা রেখেছে বাড়িয়ে তার হাত।
জ্যোৎস্নায় মৃত মৃগদের মতো আমরা সবাই,
নিদ্রাহীন আঁধারে রেখে যাই প্রেমিকার শব।
মেঠো চাঁদ, মরা ঘাস আর ধানসিড়ি পথে তাই
ভেসে আসে কোন সে বোধ.. শুন্যতার কলরব।
হেঁটে গেছি জোনাকি ভরা শীত রাত্রির পরে,
ফিরে গেছি কতবার কুয়াশার প্রান্তরে।
ফাল্গুন আঁধারে শুয়ে লাশকাটা ঘরে,
লুকিয়েছি কতো ব্যাথা ঘুমন্ত অন্তরে।
বেহিসেবী ভালোবাসায় ভেঙে কতো ঘর,
ক্লান্ত হয়ে করেছি শেষ সব লেনদেন।
তবু সব নদী,সব পাখি ফিরে এলে পর,
হয়েছো পৃথিবী তুমি.. বনলতা সেন।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং কৃষ্ণেন্দু মজুমদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।