বিপন্ন আগামী
কৃষ্ণেন্দু মজুমদার
তবু ধ্বংসস্তূপ এ বন্দী শিশু স্বপ্ন দেখে,
আর আকাশ বন্দী বোমারু বিমান যুদ্ধ আঁকে।
বারুদ আর রক্ত ভেজা জীবন ছন্দে,
মুক্তি চায় শৈশব, স্বাধীনতার গন্ধে।
ডাকে তাকে আকাশ জোড়া ঘুড়ির গল্প,
ডাকে তাকে দিগন্ত লীন সবুজ মাঠ।
মা এর আদর ডাক দিয়ে যায় ডাকনাম এ,
ডাক দিয়ে যায় তারায় ভরা অবাক রাত।
কিন্তু এই স্বর্গ রাজ্য নিরুদ্দেশ,
বাস্তব শুধু শোষণ আর আগুন ময়।
দুঃস্বপ্নে আগামী তাই হচ্ছে শেষ,
দুচোখে নিয়ে সংশয় আর মৃত্যুভয়।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং কৃষ্ণেন্দু মজুমদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।