~প্রেম ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
রিমঝিম বরষায়
চল পড়ি বেরিয়ে।
যেখানেতে মন চায়
সব চোখ এড়িয়ে।।
নদী বহে কলকল
ঝরনার ঝরঝর।
কান পেতে শুধু শোনো
পল্লব মরমর।।
হাত ধরাধরি করে
চল যাই আনমনে।
কথা থাকবে না মুখে
বুঝে নিতে হবে মনে।।
এক হয়ে গেছে মন
মনে তাই লাগে ঢেউ
ভালবাসা একাকার
কাছে পিঠে নেই কেউ।।
১০ই জ্যৈষ্ঠ, ১৪২৭
রচনাকাল : ১২/৬/২০২০