~দেব দর্শন ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
শিশু মনে ছিল সাধ,
দেব - দেবী দেখবো।
কোথা থাকে কি করে,
সব কিছু জানবো।।
মা কে বলি দেব - দেবী,
থাকে কোনখানেতে?
মা বলে দেব - দেবী,
থাকে দেবালয়েতে।।
দেবালয়ে গেছি আমি,
দেব - দেবী দেখতে।
কথা কেউ কয় নাকো,
পারিনি তাই জানতে।।
মা কে বলি দেব - দেবী,
কথা কেউ বলে না।
মা বলে দূর বোকা,
দেব কথা বলে না।।
আমি বলি তুমি বলো,
আমি চাই শুনতে।
দেব - দেবী কি করে,
চাই আমি জানতে।।
মা বলে দেব চায়,
মঙ্গল আমাদের।
আঁধার ঘুচে গিয়ে,
শুভ হোক সমাজের।।
বড় হয়ে বুঝলাম,
মা ঠিক বলে নি।
মানুষের বিপদেতে,
দেখা তার মেলে নি।।
দেখেছি দেবতা আমি,
মিছে কথা বলি নি।
নীরবে করেছি প্রণাম,
মুখে কথা বলি নি।।
দেখনি বিশ্ব জুড়ে,
কতো লোক মরছে।
জীবন কে বাজি রেখে,
কারা সেবা করছে।।
নার্স থেকে ডাক্তার,
সেনা থেকে সেনানী।
এরাই যে দেব - দেবী,
চিনতে কি পারো নি।।
১৬ই বৈশাখ, ১৪২৭
এই কবিতাটি সকল স্বাস্থ্য কর্মী, নার্স, ডাক্তার ও পুলিশ কর্মীদের উৎসর্গ করলাম।
যারা কোভিড১৯ এ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।