পূর্ণিমার চাঁদ
অনুগল্প
কলমে-দেবমাল্য মুখোপাধ্যায়
আজ কোজাগরী লক্ষী পূজা। বর্ধন বাড়িতে প্যান্ডেল করে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি সবকিছু খাওয়ানো হচ্ছে। যা না খাওয়া হচ্ছে, তার চেয়ে বেশি নষ্ট হচ্ছে।
বর্ধন বাড়ির কিছুদুরেই রতন কামারের বাড়ি। রতন আজ দুইদিন ধরে অসুস্থ। কাজে যেতে পারছে না। রতনের ছেলে আর মেয়ে অভুক্ত আজ দুই দিন ধরে। অসহায় রতন সন্তানদের মুখের দিকে তাকাতে পারছে না। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হল। অসুস্থ রতন চিৎকার শুনে ছুটে গেল। বাইরে বেরিয়ে রতন দেখে ওর ছেলে দৌড়চ্ছে। হাতে একটা শালপাতা, সেই শালপাতায় খিচুড়ি। হঠাৎ একটা আওয়াজ, আর রতনের ছেলে মুখ থুবড়ে পড়ল। পাশ থেকে কে যেন বলে উঠল
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।