একটি খোলা চিঠি
দেবমাল্য মুখোপাধ্যায়
প্রিয়
রতন
আশা করি ভালো আছিস। উলাপুর গ্রামে থাকাকালীন তুই আমার যে ভাবে সেবা করেছিলিস, তা ভোলবার নয়। তোর ওই সারল্য ভরা মুখ আজও আমার চোখের সামনে ভাসে। তোর ওই মিষ্টি গলায় দাদাবাবু ডাক টা ভীষণ মনে পড়ে। মনে পড়ে সেইসব আড্ডা যা আমরা প্রতি সন্ধ্যায় দিতাম। আর তারপর তোর হাতের রুটি খেয়ে যে শান্তির ঘুম আসত। সেইসব মনে পরে আজকের দিনে। এতদিনে নিশ্চয় তোর বিয়ে হয়ে গেছে। স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস, এই কামনাই করি। ভালো থাকিস
ইতি তোর
দাদাবাবু
(মূল ভাবনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার)
রচনাকাল : ১১/৬/২০২০
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।