খোলা চিঠি
দ্বিতীয় পর্ব
প্রনমেসু দাদাবাবু,
আশা করি ভালো আছো। আমি উলাপুর গ্রামের সেই রতন। তোমার চিঠিটা পেয়ে সত্যিই খুব ভালো লাগল। আমি শ্বশুরবাড়িতে একদম রাজ রানীর মতন থাকি। আমার আসে পাশে সবসময় প্রচুর দাসীবাদী ঘুরে বেড়ায়। তোমার একটি ভাগ্না ও ভাগ্নি হয়েছে। তোমার জামাইবাবু আমায় খুব ভালোবাসে। তুমি কেমন আছো গো দাদাবাবু। তোমার সঙ্গে কাটানো সেইসব ঘটনা খুব মনে পড়ে। কি ভাবে তুমি আমায় শিক্ষিত করে তুলেছিলে, সেটাও মনে পড়ে। আজ তোমার রতন যতটুকু শিক্ষিত ততটুকু তোমার জন্যই সম্ভব হয়েছে।
বৌদিদি কেমন আছে, আমার কি কোনো ভাইপো বা ভাইজি হল, চিঠির উত্তরের অপেক্ষায় বসে থাকলাম। ভালো থেকো সুস্থ থেকো
ইতি তোমার
রতন
রচনাকাল : ১১/৬/২০২০
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।