#প্রতিক্ষার ওপারে
#সন্তু প্রামাণিক
আজ আকাশটা বড়ই মেঘলা
বুকটা দুরদুর করে কোনও এক অজানা ভয়ে।
গভীর কালো করে আসে চোখের সামনে,
মনে হয় ভালোর আলো শেষের ক্ষণে।
জানি কেটে যাবে এ দূর্যোগও -
কেটে যাবে এ মৃত্যুভয়।
জানি, কেটে যাবে এ কঠিন সময়,
আবার আমরা করবো জয়।
অপেক্ষা করি মেঘের ওপারে সূর্যের -
যে আলো বয়ে আনবে খুশি খবর।
পথের ওপারে, দূর দেশ-দেশান্তরে -
খুশির খবর এই কালো দীনের পরে।
চোখটা ঝাপসা হয়ে আসে
শুধুই আঁধার, আরও আঁধার হতে থাকে।
পেটে ক্ষিধে, শরীর অবসন্ন -
মাথাটা নুইয়ে পড়ে, জীবন বিপন্ন।
করোনা আজ সত্যিই প্রকট -
পৃথিবীর আকাশ বড়ই মেঘলা।
জানি, আমার সূর্য ঠিকই উদয় হবে,
আবার শুরু সবই নতুন ভাবে।
**************
রচনাকাল : ১১/৬/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।