ঐ যে দূরে পাহাড় কোলে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামটি আমার কাছে ভালোবাসার নাম। পথের ধারে ছুটে ছুটে শিশুরা যায় পাঠ শালা তে, যে যার মতো কাজের খোঁজে , কেউ বা যায় কাঠ কুড়াতে। উনুন এ তে আগুন দিয়ে করবে তারা রান্না। ছোট্ট শিশু ঘরের কোণে জুড়ছে কেনো কান্না? হিংসা ঘৃণা মানেটা কি? কেউ যে তারা জানেনা কি? সরল ভাবে আপন মনে যে যার মতো গল্প করে, যাবো সেথায় কল্পলোকে সেথায় নিবিড় টান, মন বলে আজ সেই খানেতেই আছেন ভগবান।।রচনাকাল : ১০/৬/২০২০
পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ।