কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীচরে পাড়ে তরুশাখে,
প্রভাত সময়কালে সুরে পাখি ডাকে।
সুশীতল নদীজল স্নিগ্ধ বায়ু বয়,
সকালের সোনারোদ কত কথা কয়।
মাঝে আসে নদীঘাটে তরী ভাসে জলে,
অজয়ের খেয়াঘাট ভরে কোলাহলে।
চাষী আসে মেঠো পথে তরুমুজ কাটে,
ছেলে সব স্নান করে অজয়ের ঘাটে।
বেলা পড়ে আসে যবে বিকাল বেলায়,
কাঁখেতে কলসী লয়ে বধূ সবে যায়।
নদী থেকে জল আনে সূর্য পড়ে ঢলে,
সোনালী কিরণ ঝরে অজয়ের জলে।
জ্বলে দীপ সন্ধ্যা আসে অজয়ের ঘাটে,
দিন শেষে রাত আসে শেষে রাত কাটে।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।