~আগমনী ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
শরতের নীল আকাশ সোনা মাখা রোদ্দুর,
মাঠে মাঠে ছেয়ে আছে ঘন সাদা কাশ ফুল।
ভোরের ঘাসে জমে শিশিরের বিন্দু,
কোথা থেকে ডেকে যায় শিষ দিয়ে বুলবুল।
ভোর রাতে হিম পড়ে গায়ে লাগে শিহরণ,
শেফালীর সুবাসেতে ভরে ওঠে দেহমন।
আগমনী সুর ভাসে মনে তোলে হিল্লোল,
আসবে 'সবার মা' ঘরে ঘরে জাগরণ।
১৮ই জ্যৈষ্ঠ, ১৪২৭
রচনাকাল : ৮/৬/২০২০