করোনার সংগ্রাম- সচেতনার হাতিয়ার।
সবাই করো সংগ্রাম........ সপ্তম পর্ব
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আজ করোনাভাইরাস সারা বিশ্বে সাধারণ মানুষকেও উৎকণ্ঠায় ফেলেছে। মানুষ প্রতিরোধের পথ খুঁজছে। সংক্রমণ এড়াতে চাইছে সবাই। হাত পরিষ্কার রাখা সংক্রমণ থেকে দূরে থাকার একটি প্রধান উপায়। বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, করোনাভাইরাস দমনে সাবানই যথেষ্ট।
বিজ্ঞান কী বলছে?
বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাস প্রাণী ও মানুষের মধ্য দিয়ে ছড়াতে পারে। এটি ভাইরাসের একটি বিশাল পরিবার, যা সাধারণ ঠাণ্ডা লাগা থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত জটিল রোগ মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম (মার্স-কোভ) ও সিভিয়ার অ্যাক্যুট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স-কোভ)-এর কারণ হতে পারে।
এই পরিবারের নতুন সদস্য করোনা ভাইরাস, যা কোভিড-১৯ নামের নিউমোনিয়া সদৃশ রোগের কারণ হতে পারে। এই রোগে মানুষের মৃত্যুও হতে পারে।
সার্স ভাইরাসটি ছড়িয়েছিল সিভেট নামের এক রকমের প্রাণী থেকে। মার্স ছড়িয়েছিল উট থেকে। তবে নতুন করোনা ভাইরাসটি কোথা থেকে ছড়িয়েছে তা এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা।
তবে এর আগেও পৃথিবীতে প্রাণঘাতী আরো রোগ ভয়াবহ আকারে ছড়িয়েছিলো। যেমন চতুর্দশ শতকে প্লেগে ইউরেশিয়া অঞ্চলের কমপক্ষে সাড়ে সাত কোটি থেকে ২০ কোটি মানুষ মারা যায়। এই প্লেগকে বলা হতো ‘ব্ল্যাক ডেথ’। এটি ইঁদুর থেকে ছড়িয়েছিলো।
১৯১৮ সালে ‘স্প্যানিশ ফ্লু’ নামে পরিচিত ইনফ্লুয়েঞ্জা ৫০ কোটি মানুষকে আক্রান্ত করে। যাতে ১.৭ কোটি থেকে ৫ কোটি মানুষ মারা যায়। সূত্র: ডয়েচে ভেলে
বাইরে বেরোবেন না। ঘরের কোণে বন্দী থাকুন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকুন। সবাইকে দূরে রাখুন। নিজে বাঁচুন অপরকে বাঁচান। সু্স্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
সবাই করো সংগ্রাম........ সপ্তম পর্ব
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী
লক ডাউন দিকে দিকে তাই
মানুষ বন্দী খাঁচায়,
করোনার বিষে ধরণী গ্রাসিছে
প্রাণে বাঁচা হলো দায়।
স্কুল কলেজ বন্ধ আজিকে
বন্ধ কলের চাকা,
মানুষ বন্দী আপনার ঘরে
পথঘাট সব ফাঁকা।
নিত্য প্রয়োজন মুদির দোকান
চাল ডাল তেল নুন,
সব্জির দোকানে সব সব্জি পাবে
আলু, পেঁয়াজ, বেগুন।
মুখে মাস্ক রেখে পথচারী সবে
চলে থলি হাতে ধরে,
সবাকার থেকে দূরে দূরে রেখে
সবাই বাজার করে।
দুধের দোকান আছে খোলা দেখি
সেথা ভিড় নাই মোটে,
দিন আনে যারা অনাহারী তারা
কেমনে আহার জোটে?
কোথায় গেল সে অন্ধ ভিখারী যে
বসে চৌমাথার কাছে,
সেই স্থান ফাঁকা নাহি পাই দেখা
জানিনা কোথায় আছে।
বিশ্বের ত্রাস করোনা ভাইরাস
বাসা বাঁধে বসুধায়,
করোনার বিষ কবে হবে শেষ
প্রাণে বাঁচা হলো দায়।
রচনাকাল : ৮/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।