দুলালী
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

লেখিকা : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ১৯৫৪২ জন পড়েছেন।
Juthika Debnath
মলয়বাবু রোজকার মতই  সেদিনও প্রাতঃভ্রমনে বেরিয়েছেন । ভোরের আলো তখন সদ্য ফুটেছে । নীড় ছেড়ে পক্ষীকুল তখন কিচিরমিচির শব্দ করে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে । কয়েকজন লোক ছাড়া পথ ঘাট প্রায় শুনশান । মলয়বাবু আপন মনে হেঁটে চলেছেন । কিছুদূর যেতেই ফাঁকা একটি মাঠের প্রান্তে অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পেলেন । তিনি দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে দেখলেন ঝোপের আড়ালে একটি সদ্যোজাত শিশু তোয়ালে মোড়া অবস্থায় পড়ে রয়েছে । মলয়বাবু হতবাক ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে শিশুটির দিকে তাকিয়ে রয়েছেন । হঠাৎ দেবদূতের মত এক মহিলার উদয় হল । পরনে মলিন বেশ, জীর্ণশীর্ণ চেহারা, এলোমেলো কেশ । চোখ দুটো যেন ক্ষুধার জ্বালায় কাতর । সে এদিক ওদিক তাকিয়ে মলয়বাবুকে কিছু না বলে নীরবে শিশুটিকে বুকে জড়িয়ে তার ছিন্ন আঁচলে লুকিয়ে দ্রুতপদে চলতে লাগল । মলয়বাবুও কৌতুহলবশত তাকে অনুসরণ করতে লাগলেন । ভিখারিনী মহিলাটি যেতে যেতে এক জায়গায় এসে থামলো । সেটা একটা স্টেশনের প্ল্যাটফর্ম । সেখানেই এককোনে ভিখারিনীর আস্তানা । শিশুটিকে তার সেই মলিন ছিন্ন বিছানায় শুইয়ে দিয়ে পাহারা দিতে থাকল । কিছুক্ষণ পরে প্ল্যাটফর্মের চায়ের দোকান খুলতেই সেখান থেকে একটু দুধ চেয়ে নিয়ে বাচ্চাটিকে খাওয়ালো । বেলা বাড়ার সাথেসাথে সে শিশুটিকে বুকে নিয়ে ভিক্ষের সন্ধানে বেরিয়ে পড়ল । এতদিন যারা তাকে দূর দূর করে তাড়াত তারাও সেদিন শিশুটিকে দেখে দয়া করে কিছু দান করল । সেই থেকে ভিখারিনী মায়ের নতুন জীবনের পথ চলার শুরু । মা তার আদরের শিশুকন্যার নাম রাখল দুলালী । 
ক্রমে ক্রমে তারা  স্টেশনের নিত্যযাত্রী থেকে শুরু করে প্ল্যাটফর্মের দোকানদার সকলের পরিচিত মুখ  । সকলেই তার মাতৃত্ব , স্নেহ মায়া দেখে পরম বিস্মিত । কিছু সহৃদয় ব্যক্তির সাহায্যে ভিখারিনী  তার শিশুটিকে বাঁচিয়ে তুলল । মলয়বাবুও মাঝে মাঝে এসে কিছু সাহায্য দিয়ে যেতেন । এভাবেই দিন,মাস বছর গড়িয়ে প্রায় পাঁচ বছর কেটে গেল । মলয়বাবু মাঝে বেশ কিছুদিন শারিরীক অসুস্থতার জন্য তাদের খোঁজ পাননি।সুস্থ হবার পর একদিন তিনি বেশকিছু খাবার দাবার খেলনা,বস্ত্র নিয়ে সেই ভিখারিনী মায়ের আস্তানার উদ্দেশ্যে রওয়ানা দিলেন । কিন্তু সেখানে পৌঁছানোর কিছু আগেই দেখতে পেলেন কিছু লোকের ভিড়  আর  শোনা যাচ্ছে একটি শিশুর কান্নার আওয়াজ । মলয়বাবুর বুকটা যেন অজানা আতঙ্কে শিউরে উঠল । তাঁর পা দুটো যেন ভারী বোধ হল । সেখানে গিয়ে ভিড় সরিয়ে যা দেখতে পেলেন তাতে তাঁর সমস্ত শরীরটা যেন অবশ হয়ে গেল । হাত থেকে দানসামগ্ৰীর প্যাকেটটা মাটিতে পড়ে গেল । ভিখারিনী শুয়ে রয়েছে আর তার নিথর দেহের বুকের উপর শুয়ে শিশুটি কেঁদে চলেছে । মলয়বাবু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন ।শিশুটি দ্বিতীয়বার আবার অনাথ হলো । মলয়বাবু সাত পাঁচ না ভেবে একটি পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করলেন । তারা এসে শিশুটিকে নিয়ে চলে গেল । মাতৃহারা শিশুটির কান্নার আওয়াজ আকাশে বাতাসে মিশে ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো । কয়েকদিন পর মলয়বাবু খবর পেলেন শিশুটি একটি অনাথ আশ্রমে রয়েছে । এভাবে কয়েক বছর কেটে গেল । দুলালী তখন সাবালিকা । লেখাপড়া শিখছে, হাতের কাজেও সে পটু । মলয়বাবু একদিন ঠিকানা নিয়ে সেই অনাথ আশ্রমে গিয়ে দুলালীর সাথে দেখা করলেন এবং তার পালিতা মায়ের করুণ কাহিনী শোনালেন । দুলালী আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীরবে চলে গেল ।হয়তো তার মায়ের মুখটা এখন অস্পষ্ট হয়ে গেছে । ছোটবেলার স্মতিগুলো হয়তো আবছা হয়ে গেছে । মলয়বাবু ভারাক্রান্ত হৃদয়ে আশ্রম থেকে বাড়ীর দিকে রওনা দিলেন।


রচনাকাল : ৮/৬/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 13  France : 6  Germany : 3  India : 106  Ireland : 4  Russian Federat : 1  Saudi Arabia : 6  Sweden : 12  
Ukraine : 6  United States : 110  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 13  France : 6  
Germany : 3  India : 106  Ireland : 4  Russian Federat : 1  
Saudi Arabia : 6  Sweden : 12  Ukraine : 6  United States : 110  
লেখিকা পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দুলালী by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪০৮৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী