করোনার সংগ্রাম- সচেতনার হাতিয়ার।
সবাই করো সংগ্রাম........ দ্বিতীয় পর্ব
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
করোনা ভাইরাসে ছেয়ে গেছে দেশ। শুধু চীন রাষ্ট্র নয়, বিপন্ন হয়েছে ইতালি, ইরান, জার্মানি, আমেরিকা, ফ্রান্স সহ বিশ্বের 180টি দেশ। মৃত্যুর মুখে আজ সারা বিশ্ববাসী। মারণ সংগ্রামের প্রথম ও প্রধান হাতিয়ার জন সচেতনতা। ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা মানেই করোনা ভাইরাস থেকে নিজেকে দূরে রাখা। মুখে থাকুক মাস্ক। দিকে দিকে লক-ডাউন। তাই বাইরে বেরোবেন না। ঘরের কোণে বন্দী থাকুন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকুন। সবাইকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অপরকে বাঁচান। সু্স্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
সবাই করো সংগ্রাম........ দ্বিতীয় পর্ব
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী
ভাইরাস থেকে বাঁচাতে নিজেকে বন্দী থাকো সবে ঘরে,
বিশ্বত্রাস নোভেল করোনা ভাইরাস ছেয়েছে ধরার পরে।
নিজেকে বাঁচাতে অপরে বাঁচাতে লক-ডাউন দিকে দিকে,
বাঁচার তরে সংগ্রাম করিছে মানুষ মাস্ক দিয়ে মুখ ঢেকে।
হয়েছে সময়, আর দেরি নয় তাই নাই কোন সংশয়,
বন্দী হয়ে ঘরে বসে থাকো সবে যাবে কেটে মহাভয়।
স্যানিটাইজার করো ব্যবহার করো না কেউ অবহেলা,
মানুষ হয়ে, মানুষ থেকে তুমি, দূরে থাকো এইবেলা।
দেশ ও জাতি আক্রান্ত আজিকে সবার হৃদয়ে বাজে,
বাঁচাও বিশ্ব, জেগে উঠুক জাতি বিশাল ধরণী মাঝে।
বাঁচো সবাই বাঁচাও সবারে আগে নিজেরে করো জয়,
বিশ্ব-ত্রাতা সহায় মোদের তাই বিপদে করি না ভয়।
করোনাভাইরাস হানিছে আঘাত, করে মৃত্যুরে আহ্বান,
ধর্ম ও কর্ম সব গেল রসাতলে আজি পরাজিত বিজ্ঞান।
রচনাকাল : ৮/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।