বাবা অমিত দেশমুখ ............................ বাবার সাথে ভাব পাতানো চাড্ডিখানি কথা। একটু কিছু ভুলটি হলে বকেন যে অ-যথা। মতামতের মিল হতো না কখনো দুই জনের। তানপুরাতে বাজেনি সুর মধুর ঐক্যতানের। বাবা ভাবেন বাবা সঠিক আমিও ভাবি আমি। দুয়ের বোধে ফারাক দেখি সাগর মরুভূমি। শেষ বয়সে সলতে খানি যখনি ধিক ধিক। লক্ষ ব্যাথা ফোটায় ভাষা বাবাই ছিল ঠিক।রচনাকাল : ৭/৬/২০২০