হাঁচলে পরে লাগে বড় ভয়,
এই বুঝি হল করোনার জয়।
লাগে আতঙ্ক,
আশেপাশে যদি থাকে
কেউ করোনাক্রান্ত।
নাক, মুখ ঢেকে হেঁটে চলে সকলে,
তবু হাঁচি এলে,
মানুষ থাকে তার থেকে
এক হাত দূরে।
শান্তি তো নেই কারুর মনে,
ভয়ে ভয়ে চলে সকলে।
কখন যে আনমনে
হঠাৎ হেঁচে দেবে,
কেউ কী সেটা জানে?
হাঁচি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট হলে
যেতে হবে সোজা
সরকারি হাসপাতালে।
থাকতে যে হবে সেথায় বন্দী,
করোনার লক্ষণ এগুলি।
কোভিক-১৯ দিয়েছে যে হানা,
বেজায় কঠিন বাঁচা।
সবার এখন জানা,
হাঁচতে তাদের মানা।
হাঁচির কথা শুনলে বলে
হাঁচব না, হাঁচব না।।
রচনাকাল : ৭/৬/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।