~বরষা ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
তপনের তেজে দেখ,মাঠ-ঘাট চৌচির,
পুকুরেতে জল নেই, নদী বহে ঝিরঝির।
চাষী ওই চেয়ে আছে, আকাশেতে করে মুখ,
বরষা নামবে কবে,হয়ে আছে উন্মুখ।।
তপনের তেজে জীব,পড়েছে যে হাঁফিয়ে,
বরষার দেখা নেই, আছে তাই ঝিমিয়ে।
পথ-ঘাট শুনশান, পথিকের দেখা নেই,
ঝরে গেছে পাতা সব, কিশলয়ের দেখা নেই।।
ঝুপ করে কালো মেঘে,ঢেকে গেল নীল আকাশ,
বরষা নামবে বুঝি, মনে জাগে বড় আশ।
মেঘ ডাকে গুরু গুরু, সাথে বুঝি পড়ে বাজ,
বাড়ি বাড়ি শাঁখ বাজে, না যেন পড়ে আজ।।
টুপ্ টাপ্ ঝরে পড়ে, মুক্তোর ফোঁটা যেই,
তান ধরে ভেক সব,পুকুরের ধারে ওই।
তারপরে ঝম্ঝম্, বরষা যেই নামলো,
থামার আর নাম নেই, একটানা চললো।।
খাল-বিল থৈ-থৈ, মাঠে- ঘাটে হাঁটু জল,
পুকুরেতে ঝাঁপ মারে, দামাল ছেলের দল।
হাল নিয়ে মাঠে নামে, চাষী চাষ করতে,
ডিঙি খানি নিয়ে জেলে,যায় মাছ ধরতে।।
জল পেয়ে প্রকৃতির, প্রাণে ঢেউ লাগলো,
তাই বুঝি ডালে ডালে, কুঁড়ি ভরে আসলো।
প্রকৃতি ভরে ওঠে, নানা ফুলের সুবাসে,
ভাটিয়ালি সুর ওই, ভেসে আসে বাতাসে।
২৬ শে বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ৭/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।