তোমার আর আমার একটা গল্প লিখি চলো।
আর যদি লিখতে না পারি?
যদি সময় ফুরিয়ে যায়?
সময় করে সময়ের কাজ সেরে নেয়াই ভালো।
কত কথারা গুমড়ে গুমড়ে কাঁদছে দেখো,
ওদের যে ছুঁয়ে দেখা হয়নি বহুকাল।
আমরা যে সময় করে ওদের ছুঁতে পারিনি।
বড্ড ব্যস্ততা ছিল দুজনেরই।
সকাল থেকে রাত শুধু অভিযোগ আর অভিযোগ।
অভিমান এর পাহাড় টাও আর পেরোনো গেল না।
আসলে পেরোনোর চেষ্টা টুকুও করিনি কখনো।
আজ দেখো,সময় কেমন প্রতারণা করছে।
সময়েরই বা দোষ দিয়ে কি লাভ।
আমরা তাকে ফুরোতে দিয়েছি বলেই তো .....
শেষ সময় টুকুতেই না হয় একটা ছোট গল্প লিখব আজ।
সব কথারা হয়ত সেই গল্পে জায়গা পাবেনা,
তবুও যতটুকু লেখা যায়।
অন্তত কিছু কথা তো প্রমাণ হিসেবেই থাকুক।
বাকিটা না হয় বাকিই থাকুক।
এক জীবনের পুরোটা তো আর ছুঁয়ে দেখা যায় না।
যখন সময় ছিল তখনও তো ছুঁয়ে দেখা হল না।
বড্ড আপসোস হচ্ছে জানো.....
দুজনে মিলে কি মিষ্টি একটা গল্পের জন্ম দেয়া যেত, কিন্তু আজ গল্পের প্রত্যেক টা পাতা জুড়ে শুধুই অভিযোগের ঝড়,
অভিমানের সুর।
প্রতিটা লাইনে না পাওয়াদের তালিকা।
তবুও এই গল্প টা থেকে যাক,
অন্তত একজনও যদি গল্প টা পড়ে সময়ের মূল্য বুঝতে পারে, জীবনের মানে খুঁজে নিতে পারে,কিংবা এই গল্পটার ঠিক বিপরীত একটা গল্পের জন্ম দিতে পারে তাই বা কম কিসে
সেটুকুই না হয় আমাদের অসমাপ্ত গল্পের সার্থকতা হোক্।
রচনাকাল : ৭/৬/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।