কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর প্রকাশিত ৯ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ৪৬৮২ জন পড়েছেন।
খুব ইচ্ছে করে
তোমার যত্ন নিই
কিভাবে?
তোমার কষ্ট, আনন্দ সবটা
যেভাবে তোমায় ঘিরে থাকে
আমার কাজ একটাই কষ্ট সরিয়ে
পৌঁছে দেওয়া আনন্দের রাশি
মুখে বলতে পারি না ভালোবাসি।