ছাদের আলসেতে ভর করে দাঁড়িয়ে
নীলিমা চোখ রাখল দূর নীলিমায়।
দেখল কেমন করে মেঘ পরীরা
হাওয়ায় ভর করে
এগিয়ে চলেছে একটার পর একটা।
কোনটা ঘন কালো, কোনটা সাদা
কোনটা বা আবছা আলো আঁধার।
যেতে যেতে কেমন করে একে অপরের
সাথে মিলেমিশে যাচ্ছে।
যাচ্ছে ছন্দে ছোট বড় নানা মেঘের দল।
মিলেমিশে একাকার হয়ে তৈরী করল
এক ঘন কালো মেঘের,
তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ল।
শেষ হল তখনকার মতো কিছু মেঘের।
আবার সৃষ্টি হল কিছু মেঘ।
সমস্ত কিছুর শেষে আবার
ঝরে পড়ল বৃষ্টি হয়ে।
নীলিমা ভাবল এই আবর্তনের ধারা
আমাদের মধ্যেও বর্তমান।
মনাকাশে কিছু অভিজ্ঞতার সমন্বয়।
কোনটা সুখের, কোনটা দুঃখের
কোনটা বা অতি দুঃখের।
ব্যথায় ব্যথায় ভরে জমাট বাঁধে বুকে।
সুখ-দুঃখ তারপর মিলেমিশে
একাকার হয়ে যায়।
কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু আনন্দ
কালের নিয়মে নিঃশেষিত হয় সব।
চলে যায় কোন এক অজানা ঠিকানায়।
আবার সৃষ্টি হয় মানুষের,
সব কাজ শেষে আবার একই ভাবে
আসা, যাওয়া।
এ রহস্য কে করিবে ভেদ,
নীলিমা ভাবে।
আবার ভাবে নাই বা হল ভেদ,
যা হচ্ছে তা হোক না কালের নিয়মে।।
রচনাকাল : ৫/৬/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।