প্রকৃতি যখন রুষ্ট তখন পরিবেশ কিভাবে থাকবে সুস্থ ভাইরাস আজ করেছে গ্রাস আম্ফান এনে দিয়েছে তুফান পঙ্গপালের দল সবে মিলে করবে ক্ষতি সব ফসলের খুবই ক্ষতি কর পরিবেশ দূষণ তার থেকেও দূষণ হচ্ছে দূষণ রুপি মানুষের মন পরিবেশ কে শান্ত করতে তাই যত পারি গাছ লাগাই নির্মল বায়ু বইবে সদাই গাছের ছায়ায় শান্তি পাই এসো সবাই অঙ্গিকার বদ্ধ হই বিশ্ব পরিবেশ কে সুস্থ রাখতে আমাদের গাছকে হবে বাঁচাতে...llরচনাকাল : ৫/৬/২০২০
তাপসী রায় বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে ১৯৮৩ সসালে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি একজন গৃহবধূ। কবিতা, গল্প, নাটক পড়তে উনি খুব ভালোবাসেন, সাথে হাতের কাজও করেন। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করেন।