কেরলের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই কবিতা : নৃশংসতা দীপা সরকার ক্ষতবিক্ষত পৃথিবীর বুক, ঝন্ঝা নেমেছে একের পর এক ধরণীর বুকে। তাতেও তোমাদের মিটলোনা স্বাধ; মারলে অবলা প্রাণ কে মায়ের পেটে। আর কত নৃশংস হলে পরিচয় দেবে নিজের আর কত ইচ্ছে আছে এখনো অপূর্ণ! অবলা প্রাণীর মুখ ক্ষতবিক্ষত করে; মনের সাধ করো পূর্ণ। প্রকৃতির এত অভিশাপ নিয়ে অপূর্ণ এত স্বাধ? নরকের কীট হয়ে সাজার ঠিক পাবে, প্রকৃতি করে না কখনো মাফরচনাকাল : ৩/৬/২০২০