জানোয়ার কারা ?
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সোনিয়া চ্যাটার্জ্জি
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৩ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ১০৯৪ জন পড়েছেন।
Sonia Chatterjee
কেরলের গর্ভিনী হস্তিনী হত্যা 


খিদে পেয়েছে মা ۔۔
এই তো সোনা , আরও একটু , 
আরও একটুখানি পথ ۔۔
মা , ও মা , আমি একটু ঘুমোই তবে ۔۔
ঘুমোও সোনা , সামনেই আছে ভালোমানুষের গাঁ ,
ওদের ফসলে দেব না মুখ ,
ভাঙবো না ঘর , বাগানে দেব না পা ۔۔
তবুও কি থাকবে না আমার জন্য ,
কিছুমাত্র আহার ۔۔
ঈশ্বরের পৃথিবীতে বিশ্বাস হারানো যে পাপ l


দুম দুম , ফট ফট , কি তীব্র আওয়াজ 
চমকে উঠলো জেগে গর্ভজ শিশু ۔۔۔
মা , ও মা , ও কিসের শব্দ !!!
ভয় করছে মা গো , ভয় করছে বড্ডো۔۔
ভয় কিসের সোনা , আছি তো আমি ۔۔
বিশ্বাসের দাম রক্ত ঝরিয়ে শুধেছে যে মা , সর্বংসহা ۔۔
ভয় - কষ্ট - যন্ত্রনা ۔۔
পাঠাবে না সংকেত সে , তার গর্ভে ۔۔
নেমে আসুক শেষ ঘুম ,
ভেঙে যাওয়া বিশ্বাসের ধারালো টুকরোয় 
রক্ত ঝরিয়ে ۔۔۔
শীতল জলের অবগাহনে  
শুধু ঘুম যেন তার না ভেঙে যায় এই দহনে ۔۔
দেখো ,
গর্ভিনী মাতা নিথর হয়ে প্রশ্ন তুলেছে এক۔۔
প্রশ্ন রেখে যায় সভ্য সমাজের সামনে ,
জানোয়ার কারা ? ওরা না আমরা ?
উত্তর যদিও অধরা ۔۔
রচনাকাল : ৩/৬/২০২০
© কিশলয় এবং সোনিয়া চ্যাটার্জ্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 7  France : 1  Germany : 2  India : 66  Norway : 1  Russian Federat : 3  Singapore : 1  Sweden : 11  Ukraine : 3  
United States : 47  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 7  France : 1  Germany : 2  
India : 66  Norway : 1  Russian Federat : 3  Singapore : 1  
Sweden : 11  Ukraine : 3  United States : 47  
কবি পরিচিতি -
                          সোনিয়া চ্যাটার্জী ১১ই নভেম্বরে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি রাজ্য সরকারের অধীনে চাকুরীরতা l

লেখালিখি ওনার অবসরযাপনের েক অন্যতম পছন্দের এক বিষয়l উনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় লেখালিখি করেন। 
                          
© কিশলয় এবং সোনিয়া চ্যাটার্জ্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জানোয়ার কারা ? by Sonia Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৮১০৩৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী