বিশাল পৃথিবীর পদচিহ্ন নীলাভ আজ,
ক্রোশ ক্রোশ মাইল হেঁটে যাযাবর মরুভূমি ।
জল নেই ,শ্বাসের আধার নেই ।
মানুষ ভুলে যায় নদীর কান্না ।
শাখা প্রশাখায় মিলেছে গাঢ় লাল প্রস্তর।
এদিকের সমাজ ,তুমি বলছো দায়ী না!
নিজের নিজেকে নিয়ে ভাবনা আর কত কাল?
অরণ্য শেষ । জ্বলছে ধোঁয়ায় ধোঁয়ায় ।
পশু প্রাণের বলিদান,আমাদের বিনিময়ে নিজ স্বার্থে ।
ক্ষুধার্ত ঋণ মানুষ ভাবছে আজ ,তবে ভেবে দেখুন এ আমাদেরই ধ্বংসের বিণ।
থামতে হবে,বুঝতে হবে, এবার --
প্রকৃতির কোলে সুধা ঢালার সময় এবার ।
রচনাকাল : ১/৬/২০২০
© কিশলয় এবং জয়া বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।