কান্না
ছোট ছোট স্বপ্ন নিয়ে
গেঁথেছিল মাটির দেওয়াল,
কত না আল্পনায় ভরে
গড়েছিল ছোট্ট কুঁড়েঘর
নীল আকাশের নিচে !!
ছিল বুকভরা আশা,তাই
নিয়েছিল ঠাঁই প্রত্যন্ত বাদাবনে !!
ওঁরা চাষ করে,মাছ ধরে
ওঁরা কাঠ কাটে,মধু আনে
যায় প্রত্যন্ত গভীরজঙ্গলে
কখনো বা গভীর সমুদ্রে !!
ওঁরা বাঁচে জলের কুমীর
কখনো জঙ্গলে বাঘের সাথে
জীবনপণ লড়াই করে !!
লড়াই ওঁদের জীবন...
ওঁরা হার মানেনা সাইক্লোনে
জীবন মৃত্যু পায়ের ভৃত্য সদা
ওঁদের চিত্ত ভাবনাহীন থাকে !!
দেওয়াল ঠেকেছে এবার পিঠে
লড়াকু ভাই-বোনেরা অসহায়
এবারের ঝড় ছিল বিধ্বংসী,
ঝড়ে মাথার ছাদ গেছে উড়ে
মাটির দেওয়াল গেছে ভেসে !!
কাঁদে,কেবলি কাঁদে সুন্দরবন
আকাশে-বাতাসে বেদনার সুর
আজ ঘর-হারাদের কান্না কেবল ঝরে !!
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।