শিশু শ্রম
অমিত দেশমুখ
...........................
আজো দেখি কতো শিশু
চায়ের দোকানে
থালা বাটি মেজে যায়
সদা শিশু মনে।
আজো দেখি কতো শিশু
কারখানায় এসে
সারাদিন খেটে চলে
থাকে উপবাসে।
আজো দেখি কতো শিশু
কয়লার খনিতে
গোপনে করিছে কাজ
কাঁদিতে কাঁদিতে।
আজো দেখি কতো শিশু
ইঁট বয়ে চলে
জিরিয়ে মনের কথা
মনে মনে বলে।
আজো দেখি চারিদিকে
কতো স্কুল খোলা
কতো শিশু নাম কাটে
শৈশবের বেলা।
আজো দেখি ধারা যত
এ সংবিধানের
মাথা নত করে খোঁজে
সু-সমাধানের।
সমাধান পায়না সে
মাথা খোঁড়ে হায়!
শিশুদের মতো সেও
সমাধান চায়।
শিশু শ্রম বন্ধ হোক
পথে-ঘাটে-মাঠে
শিশু গণ দিক মন
নিজ নিজ পাঠে।
শিশু শ্রম বন্ধ হোক
শিশু পাক ছাড়া।
শিশুর কণ্ঠে ভাসুক
শিশুদের ছড়া।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।