লাগে বড় আতঙ্ক
করোনা 'ভাইরাস
হও তুমি স্তব্ধ।
কেড়ে নিও না প্রাণ,
ঘটিও না সর্বনাশ,
ছড়িও না দিকে দিকে
কাঁদায়োনা সকলকে।
চীন, আমেরিকা, ভারত
ইতালি, জার্মানি, ফ্রান্স
নেই যে কোনও ছাড়।
সরকারের মাথায় হাত,
দিকে দিকে হচ্ছে শশ্মানসব।
প্রাণ বাঁচাতে মুখে মাস্ক
হাতে গ্লাব্ স্।
আতঙ্কে ডিম, মাংস বাদ।
খেতে হবে উষ্ণ গরম জল,
ধুতে হবে সাবান জলে হাত,
ঠান্ডাকে করো বর্জন,
পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন।
শোনো সাবধান বাণী,
করোনা' ধারণ করেছে মহামারী।
করোনা' আক্রান্ত মানুষ থেকে থাকো দূরে,
সর্দি, কাশি থেকে থেকো সাবধানে।
শেয়ার বাজারে ধস,
টলিউড, বলিউড, খেলার মাঠ
স্কুল, কলেজ নেই যে কিছুই বাদ।
দেশ-বিদেশে যেতে নিষেধ,
করোনা 'ভাইরাস এ কী করছে?
সুন্দর ভুবনকে মেরো না,
করোনা', তুমি এমন কাজ কোরো না।।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।