লোথাল বন্দরের প্রেম
মেঘনাদ দত্ত
লোথালের সেদিনের সেই পরিচয়,
আজ অন্ধকারে পরিত্যক্ত শিশিরের বালাপোষে।
'চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল,
তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে
শিশিরের জল'।
কিছু রিরংসাও নেই আর অবশিষ্ট !
বেদনা জেগে উঠেছে,
নিদ্রায় আসক্ত হতে গিয়ে।
দুটো চোখে নেই,
এ ঘুমের কোন সাধ।
তুমি দেখিয়েছিলে,
কিভাবে চিলের ডানার ভিতর
অস্পষ্ট হয়ে হারিয়ে যেতে হয়,
আবার আসতে হয় কিভাবে
জোয়ারের মতো।
...... আজ এক একটা দুপুর
এইভেবে অতিবাহিত হয় !
বাড়ে বাড়ে গেছি তোমার কাছে,
যেমন করে যায় মানুষ
তার নোনা মেয়েমানুষের কাছে।
তোমার খোঁপার ভিতরের চুলে,
পাই না খুঁজে আজ
হঙকঙের তৃণ !
'সকল প্রতীতি উৎসবের চেয়ে
তবু বড়
স্থিরতর প্রিয় তুমি,'
তোমাকে সমুদ্রের তিতীর্ষু আলোর মতো
মনে করিয়ে দেয় !
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।