এদেশে কি এমন মানুষ জন্মাবে না আর
যারা সইবে নাকো চক্ষু বুজে এমন অনাচার|
নতুন কিছু করছি বলে ধাপ্পা দিয়ে দিয়ে
খেলছে যারা ছিনি মিনি দেশের ভাগ্য নিয়ে,
বলবে তাদের শয়তান সব বজ্জাত বর্বর,
কেড়েছ মোদের মুখের অন্ন,ভেঙেছো সুখের ঘর|
উঠিয়া বসেছো রাজ সিংহাসনে মোদের কিছুই নাই
অশিক্ষিত, বেকার বুভুক্ষ আমরা তোমারই ভাই|
যতনা শহীদ ঢেলেছে রক্ত সরাজ আনিবে বলে
উঠিয়া বসেছো তাদেরই আসনে ছলে বলে কৌশলে|
ভুলিলে কেমনে এই দেশটাতো তোমার ও জন্মভূমি
দেশ জননীর করুন কান্নায় বধির কেনগো তুমি|
কত কাল আর ওরে পাষণ্ড মুখোশ পরিয়ে রবি
ধরা পৰিয়াচ চিনেছে সকলে তোদের আসল ছবি|
স্বদেশ প্রেমিক কখন ও নোহ লুব্ধ স্রৃগাল তোরা
লুন্ঠনকারী জনসেবকদের এবার চিনেছি মোরা|
নেমে আয়ে তোরা ওরে বহুরূপী সুযোগ দেব না আর
এই দেখ মোর মাথায় গীতা, হাতে তে রিভালবার|
রচনাকাল : ২৯/৫/২০২০
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।