# ঘাস বিছানায় শুয়ে বোনা স্বপ্নেরা ধূকছে তীব্র উপহাসে। চেনা বর্ণ হঠাৎ কূল হারিয়ে হয় গোত্রহীন। লক্ষন রেখায় বাঁধা মন খুঁজে চলে পথ... নিঃশব্দ ভাবনার বীজ মন্ত্রে অকাল বোধনে কেঁপে উঠে বন; অচেতন ব্যাধ চৈতন্য ময়। সব ছাপিয়ে নামে আলো , উর্বর হয় প্রসূতি গুরু মস্তিষ্ক। # বেওয়ারিশ শব্দেরা মৌন মিছিলে পা মেলায়, আওয়াজের কম্পাঙ্ক সীমা ছাড়িয়ে দাঁড়ায় মিনারের বুকে। অতঃপর দেবীপক্ষ জন্ম দেয় এক অ-কবির।রচনাকাল : ২৯/৫/২০২০