চিন্তন
অমিত দেশমুখ
......................................
সত্যি কথা বলতে গিয়ে লজ্জা কি?
লজ্জা পেলে বলতে পারো "ইয়ারকি।"
ইয়ারকি তো সবাই মারে সক্কলে।
দাঁত উচিয়ে আক্কেলে বে আক্কেলে।
ইয়ারকিতে শাসন আর দুঃশাসন।
ইয়ারকিতে বক্তা পটু দেয় ভাষণ।
তোমার করা ইয়ারকিতে দোষটা কি?
দেশটা দেখো ইয়ারকি গো ইয়ারকি।
তুমিও জানো আমিও জানি সত্যিটা
তবুও ভবি নিয়ে কি লাভ ঝক্কিটা।
চোখ বুঝিয়ে আর কদিন? দুর্দিনে।
চোখটা চেয়ে এবার নে গো সব চিনে।
চিনতে থাকো আপন কে গো কোণঠাসা।
চিনতে থাকো প্রতিবাদের সেই ভাষা।
তবুও যদি বিচার বসে দুর্দিনে
নির্বাসনে যেতেও রাজি সব চিনে।
রচনাকাল : ২৯/৫/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।