তোমার মন পোড়া গন্ধে নামে শ্বাসকষ্ট ঘাস বিছানায়। বুকের বাম পকেটে দাবানলের আগুন,না শুদ্ধিকরণের নয়; যন্ত্রণার। আমি পুড়ছি তুমিও জ্বলবে একদিন সময়ের স্থন্ডিলে। কুন্ডলীকৃত ধোঁয়ায় মিশে থাকে গুল্মের হাহাকার। অসহ্য দহনে অঙ্কুরিত স্বপ্নেরা কবরে বিশ্রামরত; পুড়তে পুড়তে অমরত্ব খুঁজি। অসহায় মন ঘর খোঁজে আগুন চোখে, দগ্ধ পায়ে এগিয়ে চলে বনবিতান। কান্না ভেজা শোক উষ্ণতা মাপে পোড়া ডানায়।রচনাকাল : ২৬/৫/২০২০