মরণের আগে মরণ নেই আছে প্রকৃতির এক বিশুদ্ধ স্বভাব। মরণের আগে মরণ নেই আছে প্রকৃতির এক অমোঘ নিয়ম। এগিয়ে চলে ডিঙি, পদ্ম পাতায় ছন্দেরা সজাগ আবার টলমল। মরণের আগে মরণ নেই আছে প্রকৃতির এক বিস্তৃত আঁচল,অকৃপণ মন। ফিরে যাওয়ার আগে মনোপাখি স্ব'ভাবে রেখো। জেনো, মরণের আগে মরণ নেই আছে প্রকৃতির মায়া টান,বেড়ে ওঠো, সজীব থেকো দূর্বা হয়ে। এ খেলা অংশীদারিত্বের ;কিছুটা জীবনের,কিছুটা মরণের.....রচনাকাল : ২১/৫/২০২০