***++ "রাতের শুভেচ্ছা" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
রাত্রি আঁধার সবুজ পাতার, ফাকে দেখা চাঁদ ,,,
হারিয়ে যায় কোন সীমানায়, হলে সুপ্রভাত ...
যে যেখানে থাকো যেমনে, সবার সাথী চাঁদ ,,,
সূর্য এলে চাঁদ যে বলে, আসবো হলে রাত ...
ঝিঝি পোকা থোকা থোকা, ডাকছে ঝোপে ঝাড়ে ,,,
জোনাক পোকা রাতের বাঁকা, চাঁদের রূপটি ধরে ...
রাতের শোভা নয়তো বোবা, চাদটি সবার সাথী ,,,
জালিয়ে রাখে জেগে থাকে, আলোর সকল বাতি ...
হলাম আমি রাত্রি গামী, জাগানো পাখির মত ,,,
রাতের কান্না নয়তো ঝর্ণা, শিশির ঝড়ায় যত ...
বুঝেছ তারা হয়েছে যারা, রাত জাগানো পাখি ,,,
রাত্রি কাঁদে গভীর রাতে, আমরা শিশির দেখি ...
হোক না যা হয় বলি মহাশয়, সবাই কি আর জানে ,,,
বিশ্রাম বেশে সবাই শেষে, চলে ঘুমের টানে ...
এখন রাত্রি নেইতো সাথী, আমি আছি তার সাথে ,,,
ঘুমাও সবাই আসিও না ভাই, জাগতে কভু রাতে ...
এমনই ক্ষণে সবার সনে, বলতে আমি চাই ,,,
চাঁদ তারাকে জালিয়ে রেখে, ঘুমাতে চলো ভাই ...
রচনাকাল : ১৯/৫/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।