এ স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে:
নিস্তার নেই,লঙ্ঘন নেই এই চিরন্তন নিয়মের।
ক্ষমতার আস্ফালন, যৌবনের দম্ভ,
অপরাজেয় মূর্তি মুছে যাবে কালের বহতাই।
ঘূর্ণি বলয়ের পাথুরে বুকে লেগে থাকবে প্রত্নতত্ত্বের নিদর্শন।
মুহুর্তের বোনা জালে পিছুটান খেয় হারিয়ে সরে যাবে সত্যের কক্ষপথে।
মিথ্যে - সুখের ছোবলে নীলচে মন,
খেলা সাঙ্গো করে গতি হারাবে।
তবে কেনো আত্মগোপন করো?
বেরিয়ে এসো আঁধার গোলক থেকে,
অপেক্ষারত অমোঘ নিয়মের আকর্ষণে;
হয়ে ওঠো আলোক - শক্তি।
রচনাকাল : ১৯/৫/২০২০
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।