তোমার গোপন সুখে নামে রাত খোলা চুলে খেলা করে মাছরাঙা নীরবতার গায়ে লেপ্টে থাকা ঝরনাই ধুয়ে ফেলি আদিম লিপ্সা। অবশিষ্ঠ রাত কাজল চোখে বিভোর, নিঃশব্দ অভিসারে গলনের সুখ ক্রমশঃ পরিণত পানকৌড়ি । ছলাত ছলাত ছলা কলাই আলোর ঢেউ এ সোহাগ খোঁজে গোপন সুখ রাত বাড়ে চুপিসারে পতনের ছন্দে বুকের মেঝেতে বেজে ওঠে সাইরেন। খোলা চুলে বন্দি চাঁদ কলঙ্ক ভুলে রাতের ঠোঁটে নেচে ওঠে ছলাত ছলাত ছলা কলাই পতনের ছন্দে হেসে ওঠে মেঘমল্লার তোমার গোপন সুখে।রচনাকাল : ১৯/৫/২০২০