দোতারার রক্তে মেশা মাটি গন্ধ মাখে রোজ। বৈরাগী তারেই খেয়াল বাজে রাতের অভ্যাসে, চাঁদের বুকে মুখ গুজে নিয় আলোর ঘ্রাণ। অন্ধকার ভেঙ্গে ভেঙ্গে হেঁটে চলি, মনমরা গুহামূখে তরঙ্গ বাজে; প্রান্তিক দেহ বয়ে চলে হারানোর গান, পাড় ভাঙ্গার গান, গলনের গান। সোহাগে মত্ত দোতারা অনুলোম-বিলোম , নাভি-শ্বাস সর্বহারা করে রাতের খেয়ালকে। এভাবেই ব্যর্থ হয়ে বেজে চলে বন্ধ্যা মাটির গান।রচনাকাল : ১৯/৫/২০২০