স্পর্শেরা গ্রীবা বেয়ে নামতে থাকে। বেঁচে ওঠে মন মুহূর্ত রেখা বরাবর। ঢেউএর গায়ে মৌনতা সীমা ছাড়িয়ে খোঁজে নির্বাসন। বুকের চোরাস্রোতে ডানা ঝাপটে ওঠে রাত পাখি। শীতল ইচ্ছেরা আঁকরে ধরে গুল্ম,অন্ধকারে। আলোক কনারা চুম্বকত্ব নিয়ে ধেয়ে আসে, শূন্য খোলস গুনে প্রহর ঝড়ের শব্দ শুনে। রাত বাড়ে কষ্ট বাড়ে মুহূর্ত রেখা বরাবর।রচনাকাল : ১৯/৫/২০২০