আমি শুকনো ঝরাপাতার মতো খড়খড়ে
মৃত সকালে
চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠি।
আড়মোরা ভেঙে
বিষন্ন প্রকৃতির দিকে তাকিয়েই মনখারাপ হয়ে যায়।
পাখির তীব্র কচকচানিতে মাথা ধরার উপক্রম।
ধপ করে শুয়ে পড়ি আবার।
প্রিয় পৃথিবীটা কী অসহ্য হয়ে উঠেছে!
এতো বিশ্রী রূপ আগে দেখিনি কখনো।
তারচেয়ে স্বপ্নের সাদাকালো ভুবনটা সুন্দর।
"স্টে হোম,স্টে সেফ"
এই বাক্য দুটো শুনলে এখন গা জ্বালা করে।
চোখ জ্বালা করে দৈনিক পত্রিকা দেখলে।
পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু দুঃসংবাদ!
আক্রান্তের ছড়াছড়ি,
মৃত্যু আর আহাজারি।
বুকের ভেতর ভয়ংকর ঘূর্ণিঝড়।
অথচ জলোচ্ছ্বাস হতে দেইনা।
মনের শক্ত বাঁধ দিয়ে ঢেকে রাখি চোখ।
চেপে রাখা কান্নাগুলো উদ্ভ্রান্ত কোয়ারেন্টাইনের ভেতর হাঁসফাঁস করতে থাকে।
কিন্তু কী করার!
চোখ মোছা যে নিষিদ্ধ এই দূষিত নগরীতে।
মাস্কের বিদঘুটে দেয়ালে এসে হঠাৎ থমকে যায় হাজারো নির্মল নিঃশ্বাস।
মুক্তি চায় প্রাণপণে।
অদৃশ্য শৃংখলে জড়ানো পা দুটোর ক্রমাগত আন্দোলন—
এই দিনগুলির কবে হবে মরণ!
দেয়ার মতো কোনো উত্তর নেই।
বোঝানোর মতো কোনো যুক্তি নেই।
আমি শুধু খুনি আসামির মতো মাথা নিচু করে একদম চুপ করে থাকি।
নিজেকে শান্ত করার জন্য ক'টুকরো সান্ত্বনা
খুঁজতে খুঁজতে আবার তলিয়ে যাই
গভীর ঘুমে।
✍️ সিয়াম মুস্তাফিজ
রচনাকাল : ১৯/৫/২০২০
© কিশলয় এবং সিয়াম মুস্তাফিজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।