যদি তোমাকে কোনো দিন পাই, একান্ত আপন করে , ভাসবো আমি মেঘ হয়ে, তুমি বৃষ্টি হয়ে ভেজাবে! হাসি ফুটবে মুখে তেমন, যেমন কৃষক হাসে নব্বানের সুখে! মনের আনন্দে হেসে পড়ব, কাশ ফুলের মতোন বাতাসে! ঝরনার মতোন ঝরে পড়ব, দুই জনে পাহাড় থেকে! জোসনা রাতের হাটবো দুই জনে, পাশাপাশি তোমার হাত টি ধরে, আজ সব উপমা অর্থহীন হয়েছে, তোমার একান্ত আভাসে!!রচনাকাল : ১৭/৫/২০২০
অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন।