পথ ভুলে যদি কখনও হারিয়ে যাও, খুঁজে দেখো পাশে আছি পথ চেনাবো তোমায়। শত কষ্ট বুকে নিয়েও জ্বলছি আজও আমি, মনের ভেতর ভালোবাসা সে যে বড্ড দামী। ভয় পেও না এই আগুনে পুড়বে না তোমার মন! শুধু পথ হারালে ডেকো আমায়... সঙ্গী হব দুজন। জোনাকির এই ছোট্ট আলোয় যখন দিশা পাবে তুমি, আবার একলা হওয়ার ভয়ে তখন দিশেহারা আমি।রচনাকাল : ১৭/৫/২০২০
পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।