বৃষ্টি ভেজা সন্ধ্যে গুলোতে আমি দারুণ ভাবে বাঁচি।
যেন মনে হয় সব পেয়েছির দেশে আছি।
মাটির সোঁদা গন্ধ আমায় কেমন বেপরোয়া করে দেয়।
রাগ, দুঃখ, অভিমান, হতাশা সব কেমন এক নিমেষেই বিলীন হয়ে যায়।
বৃষ্টির প্রতিটি ফোঁটা আমায় মনে করিয়ে দেয়,
জীবন মানেই শুধু চাওয়া পাওয়ার হিসেব মেলানো নয়।
বৃষ্টি বলে, প্রতিটি মূহুর্ত অন্তরাত্মাকে ছুঁয়ে বাঁচো, ভেতরের আমি টাকে ভালোবাসো।
বৃষ্টির ঝমঝম শব্দটা শুনলেই আমি হারিয়ে যাওয়া কবিতার অন্ত্যমিল খুঁজে পাই।
আবার ডায়েরির পাতা খুলে বসি,
যেন এক সমুদ্র লেখার রসদ খুঁজি।
ফেলা আসা স্মৃতিগুলো মনের অবচেতনে হাতড়ে বেড়াই।
জানালাটা আরেকটু বেশি করে খুলে দি,
স্নিগ্ধ বাতাস যেন আরো বেশি করে ছুঁতে পারে আমায়।
কিন্তু বৃষ্টির পরের মূহুর্তে যখন সব কিছু শান্ত হয়ে যায় তখন কেন জানেনা ভীষণ কান্না পায়।
যেন হঠাৎ করেই একটা অযাচিত বাস্তব কড়া নাড়ছে আমার বন্ধ দরজায়।
আমি চোখ বন্ধ করে থাকি।
কঠিন বাস্তবের বেড়াজাল ভেঙে আমি আবার বসে থাকি বৃষ্টির অপেক্ষায়।
রচনাকাল : ১৬/৫/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।