সুনয়না
মেঘনাদ দত্ত
অশ্বত্থের ডালে পাখির পেখম তলে,
কাঁচের চুড়ির মতো জ্যোৎস্নার শৈবাল,
দেখেছি তোমার চোখে।
তোমার ঠোঁটের অন্তিম সরলরেখায়
'সুপারির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ'।
'তবু কেন এমন একাকী?
তবু আমি এমন একাকী'।
'অঘ্রাণের অন্ধকারে সবুজ পাতার পর
তোমার হলদে মুখ দেখেছি'।
তোমার অন্তর্বাসের চাপে
বুকের নীলাভ শ্বেত দাগ,
মাতাল বেলুনের মত আমায় উড়িয়ে নিয়ে যায় ।
'তবু কেন এমন একাকী'?
দোয়েলের মতো তোমার সোনালী কন্ঠ,
আমার নগরীর নাভির ভিতরে
মৃদুলা ঝংকার দেয়।
'তবু আমি এমন একাকী'।
বলা হয়নি 'সুনয়না' তোমায়,
আঙুলের ভাঁজে ভাঁজে তোমার কর্ষিত ভালোবাসার কথা,
নরম রাতের ডিম্পেলে আজ,
শিশিরের জল ঝরে।
শুধু পুরানো পিপাসা জেগে আছে মাঠের উপরে ।
সুনয়না, তুমি জেনো -----
একাকীত্ব নয়, ভালোবাসা নয়, 'স্বপ্ন নয়, প্রেম নয় --------
কোনো এক বোধ কাজ করে'।
রচনাকাল : ১৪/৫/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।