ll বিশ্বকবি ll
হে বিশ্বকবি, তুমি এ ধরণীর বুকে
ছড়িয়ে পড়া প্রভাত রবির কিরণ,
তুমি সাহিত্য প্রকৃতির বুকে বয়ে চলা
স্নিগ্ধ-শীতল মধুর সমীরণ।
হে বিশ্বকবি, তুমি মোদের মান,তুমিই গৌরব
তুমি এ বিশ্ব-সাহিত্য কাননে -
বিরাজমান শ্রেষ্ঠ সৌরভ।
হে বিশ্বকবি.. তুমি কবিদেবতা হে রবীন্দ্রনাথ..
সমগ্র পৃথিবী জুড়ে তুমি এক বিষ্ময়,
তুমি সাহিত্য সমাজের অদ্বিতীয় নাথ।
হে বিশ্বকবি, তব লেখনীতে উঠেছে ফুটে
পল্লী বাংলার অপরূপ শোভা,
তুমি রজনীর কলুষিত আঁধারে
জাগরিত চাঁদের উজ্জ্বল প্রভা।
হে বিশ্বকবি, তব রচনায় - এ জড় হৃদয়,
এ সাহিত্য পিপাসু প্রাণ হয়েছে জীবন্ত
কাব্য-কবিতায়, গল্প-গাথায়
তোমার অবদান সর্বশ্রেষ্ঠ,অনন্ত।
✍ প্রলয় সামন্ত
রচনাকাল : ১৩/৫/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।