দশমাস দশদিন গর্ভে ধারণ করে পৃথ্বীর আলো দেখান তিনি মা ষষ্ঠির ভরে।
হাঁটি হাঁটি পা_ পা করে চলার পথটি শুরু
স্নেহাঞ্চলে মুখ লুকানো যখন বক্ষ দুরু দুরু।
রাজা রাণীর গল্প গাথায় ঘুম পাড়ানি র গানে
উষ্ণ কোলে ঘুমিয়ে পড়া মারছে উঁকি মনে।
সুখ দুঃখ বিঘ্ন বিপদ করেন তিনি পার
সন্তানকে বুকে আঁকড়ে ধরে দিন রাত একাকার।
বর্ণ শব্দ নামতা কবিতায় পরিচয় করান তিনি
লেখা শেখাতে পরম যত্নে হাতে তুলে দেন লেখনী।
সুসন্তান গড়ে তোলার একটা ই তাঁর ব্রত
সকল শিক্ষা দীক্ষা দানে মগ্ন অবিরত।
মুখের হাসি যেমন মায়ের সন্তান সুখের প্রকাশ
অশ্রু ঝরা বিন্দুগুলি তেমন ।
ব্যর্থতার দীর্ঘ শ্বাস।
গর্ভ দায়িণী স্নেহময়ী তিনিই আমার জননী
সকল শ্রদ্ধা ভালোবাসা দিলেম তাঁরে প্রনামী।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।