বিশ্ব মা দিবসের কবিতা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৮৬৪৮১ জন পড়েছেন।
আন্তর্জাতিক বিশ্ব মাতৃ দিবস
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



“যার মা আছে, সে কখনই গরীব নয়।”-আব্রাহাম লিংকন…
একদিন নয় তাঁদের সম্মান করুন প্রতিদিন, আজ বিশ্ব মা দিবস ৷ তাই এইদিনটি প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়, কিন্তু এবার করোনা ভাইরাসের কারনে তেমনভাবে পালন করা হচ্ছেনা ৷ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক একজন এক এক স্ট্যাটাস দিয়ে পালন করছে এ দিবসটি ৷

এ জগতে সবচেয়ে মধুরতম শব্দ মা। এ ছোট্ট নামেই সব মমতার মধু মাখা। মা’র ভালোবাসাই কেবল এজগতে নিকষিত হেমের মত নিখাদ অকৃত্রিম, বুক ঝিম করা প্রতিদানহীন। কোনো উপমা, উপেক্ষা, সংজ্ঞায় মায়ের ভালোবাসার পরিধি আকার, আয়তন ও গভীরতাকে ছুঁতে পারেনি।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।

প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন। ওই বছর তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রবিবার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন।

১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। যদিও করোনার কারণে এবার দিবসটিতে কোন আনুষ্ঠানিকতা দেখা যাবেনা। তাই বলে ঘরে ঘরে মায়ের ভালবাসা কুড়াতে কার্পণ্য করবে না, কোন সুসন্তান।

জগতে মায়ের মতো এমন আপনজন আর কে আছে! তাই প্রতি বছর এই দিনটি স্মরণ করিয়ে দেয় প্রিয় মায়ের মর্যাদার কথা।

“মায়ের মতো এ জগতে কেউ নাই আপনজন,
স্নেহে ভরা অন্তর মায়ের ভালবাসায় ভরা মন”।

বিশ্ব মাতৃ দিবসের কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজি শুভ মা দিবস শুন সর্বজন,
মায়ের চরণ পূজা কর পুত্রগণ।
ভক্তিভরে মাতৃপূজা করে যেইজন,
মাতৃ আশীর্বাদে সুখী হয় সেইজন।

শুনহ সন্তান সব বচন আমার,
নিত্য কর মাতৃপূজা কহিলাম সার।
শুধুমাত্র একদিন মা দিবস নয়,
প্রতিদিন মা দিবস জানিহ নিশ্চয়।

মন দিয়া শুন সবে আমার বচন,
মাতৃপূজা কর ধরি মায়ের চরণ।
মাতৃভক্তি আছে যার নাহি তার ভয়,
মায়ের আশীষে হয় সর্বস্থানে জয়।

নিত্য মাতৃপূজা কর মায়ের নন্দন,
অনায়াসে পাবে স্বর্গ কহেন লক্ষ্মণ।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 4  China : 13  France : 1  Germany : 1  Hungary : 1  India : 130  Ireland : 28  Japan : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 1  Sweden : 14  Ukraine : 9  United Kingdom : 2  United States : 138  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 4  China : 13  France : 1  
Germany : 1  Hungary : 1  India : 130  Ireland : 28  
Japan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 1  Sweden : 14  
Ukraine : 9  United Kingdom : 2  United States : 138  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্ব মা দিবসের কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৬০১৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী