খুব ছোট্ট একটি শব্দ যার গভীরতা অনেক যতই ঝড় আসুক না কেন আমরা নিরাপদে থাকি মা যতক্ষণ আছে চিন্তা কি মা তুমি আমার কাছে অনেক মূল্যবান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যখন বিপদে পরি তোমাকে স্বরণ করি তুমি আছো তাই মনে ভরসা পাই তুমি যেন বলছো আমায় ভয় নাই ওরে - ভয় নেই... llরচনাকাল : ১০/৫/২০২০
তাপসী রায় বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে ১৯৮৩ সসালে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি একজন গৃহবধূ। কবিতা, গল্প, নাটক পড়তে উনি খুব ভালোবাসেন, সাথে হাতের কাজও করেন। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করেন।